স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে (অনুর্ধব—১৭) বালক ও বালিকা জাতীয় ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে। “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথ আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপস্থিত থেকে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ফুটবল খেলা আমার পছন্দের একটি খেলা। সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। ফুটবলে সবকিছু করা সম্ভব। শুধু তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখতে হবে। খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে। সাতক্ষীরায় ভালো খেলোয়াড় তৈরি করতে হবে। এখানে ভালো খেলোয়াড় তৈরি হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার সুনাম অক্ষুন্ন রাখবে। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, নির্বাহী কমিটির সদস্য মীর তাজুল ইসলাম রিপন, ইকবাল কবির খান বাপ্পি, আখতারুজ্জামান খান মুকুল, কাজী কামরুজ্জামান, শিক্ষক ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।