স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার ও ‘বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই স্লোগানকে সামনে নিয়ে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, যেসব এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ত্রুটিপূর্ণ অবস্থায় আপনারা বিদেশ গমন করবেন না। আপনারা যদি সচেতন থাকেন তাহলে বিদেশ গমনের ক্ষেত্রে কোন হয়রানি হতে হবে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোস্তফা জামান। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক সঞ্জিত কুমার দাশ,টিটিসি অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ—পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ প্রমূখ। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামান।