স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।” ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যু ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার বেলা বারোটায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, ,স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা, ডাঃ জয়ন্ত সরকার, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ রাশেদুজ্জামান, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান। সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম তার বক্তব্য বলেন, ভিটামিন এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও মৃত্যু ঝুকি কমায়। আপনার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান পাশাপাশি অন্য শিশুকে খাওয়ানোর জন্য উৎসাহিত করুন। তিনি আরো বলেন, জন্মের পর শিশুকে শাল দুধ খাওয়াতে হবে। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। ৬ মাস পরে বুকের দুধের পাশাপাশি সুষম খাবার খাওয়াতে হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। উল্লেখ্য আগামী ১৫ই মার্চ সদর হাসপাতালে টিকাদান কেন্দে্র জাতীয় এ প্লাস ক্যাম্পাইনের উদ্বোধন করা হবে। এবার জেলায় ৭টি উপজেলায় ২টি পৌরসভায় ৭৮টি ইউনিয়নে ১৯৩৮ টি টিকাদান কেন্দে্র ৬ থেকে ১১ মাস বয়সী ২৬৮২৩ জন প্রত্যেক শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২২৭১৩৭জন প্রত্যেক শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপারিটেনডেন্ট শেখ আব্দুল বাকী, সদর উপজেলার এমটি পিআই মোঃ মহিবুর রহমান প্রমূখ। এছাড়া সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।