শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

সাতক্ষীরার ইটাগাছায় প্রকল্প পরিদর্শনে জার্মান দাতা গোষ্ঠি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার: আবহওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্থনৈতিক জীবনযাত্রার মানোন্নয়নে সাতক্ষীরার ইটাগাছায় জার্মান সরকারের ক্লাইমেট সেক্রেটারী জেনিফার মর্গেন ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারসহ ৫ সদস্যের একটি টিম সোস্যাল ল্যাবের প্রকল্প পরিদর্শন করেছেন। গতকাল দুপুরে ইটাগাছা পূর্বপাড়ায় কারিতাস ও জিআইজেড’র যৌথ প্রযোজনায় পরিচালিত এ প্রকল্প পরিদর্শন করেন ঐ এলাকার দুস্থ অসহায় মানুষ ছাগল পালনসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে স্বাবলম্বী হয়েছেন, এতে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। এসব দেখে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মিলন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, কারিতাস খুলনা আঞ্চলিক অফিসের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচী কর্মকর্তা তাপস সরকার, জিআইজেড/ ইউএমআইএমসিসি এডভাইজার রতন মানিক সরকার, কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন, কমিউনিটি ফ্যাসিলেটর অর্চনা মলি­ক, সোহাগ নাগসহ ইটাগাছা পূর্বপাড়ার সোস্যাল ল্যাবের ভলেন্টিয়ারবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com