এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ও বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান ও রতœাগর্ভা মাতা রুখসানা রহমান এর পুত্র শাদমান মোকাদ্দেছ আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে আলোকিত করলেন এবং জয় করলেন স্বর্ণপদক। শুক্রবার রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর আন্তজাতিক অনুষ্ঠানে সাতক্ষীরার জেলা জজ পুত্র দেশের সোনার ছেলে শাদমান স্বর্নপদক ও সনদ গ্রহন করেন। ভারতের সিপিএস অলিম্পিয়াড ফাউন্ডেশন আয়োজিত ইন্টারন্যাশনাল আইকিউ জিনিয়াস অলিম্পিয়াড ২০২১-২২ এ বাংলাদেশ থেকে অংশ নিয়ে দেশের আলোকিত বিচারক পুত্র স্বর্ণপদক প্রাপ্তির গৌরবজনক অংশিদার হলো। দেশের জন্য বিরল সম্মানের কৃতিত্বের অধিকারী শেখ শাদমান মোকাদ্দেছ রহমান বাংলাদেশের সোনার ছেলের প্রতিমুখে পরিনত হলো। বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় তার অর্জন বাংলাদেশ বহিঃবিশ্বে বিশেষ সম্মান এবং মর্যাদা লাভ করেছে। আয়োজককারী ভারতের প্রতিষ্ঠানটি স্বর্ণপদক অর্জনকারী শেখ শাদমানকে যখন বাংলাদেশের হয়ে অংশ গ্রহনকারী হিসেবে পরিচিতি জানাচ্ছিল তখন সারা বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হচ্ছিল। গত ২২ ডিসেম্বর বিশ্বব্যাপী অনলাইনে এই প্রতিদদ্বিতাময় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শাদমানের ক্লাস র্যাংক ছিল- এক। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় উপ মহাদেশের সব দেশ সহ আরব আমিরাত, কানাডার ৩৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অনন্য, অসাধারন সাফল্য অর্জনকারী শাদমান কেবল তার পরিবার বা আত্মীয় স্বজনের জন্য খুশির খবর নয়, গর্বের ক্ষেত্র নয়, দেশ এবং জাতির জন্য বয়ে এনেছেন খুশির বার্তা। শাদমানরা পরিবারের নয়, দেশের সম্পদ। দেশে আরও শাদমান জন্ম নিক, বিশ্ব বিভূইয়ে দেশ সম্মানিত, মর্যাদাবান হোক এমন প্রত্যাশা শুভানুধ্যায়ীদের। এদিকে সাতক্ষীরার বিচার বিভাগের অভিভাবক এর পুত্রের মহা অর্জন, কৃতিত্ব সাতক্ষীরার আদালত পাড়ায় পৌছালে বিশেষ আনন্দ স্রোতের সৃষ্টি হয়। সাতক্ষীরার জনসাধারনও এমন অর্জনে খুশি। আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী অদম্য কিশোর শাদমান তার এই অর্জন মমতাময়ী রতœাগর্ভা মাতা রুখসানা রহমানকে উৎসর্গ করেছে। পুরস্কার গ্রহন পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাদমান দৃষ্টিপাতকে জানান আমার এই অর্জন কেবলমাত্র আমার নয়, আমি মনে করি এই অর্জন বাংলাদেশের, আন্তর্জাতিক বিশ্বে প্রিয় বাংলাদেশ বিশেষ মর্যাদা লাভ করেছে এবং সম্মানিত হয়েছে।