স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার পাটকেল ঘাটার সন্তান আশরাফ আরেফিন রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। পাটকেল ঘাটার বড়কাশিপুর গ্রামের শেখ জিল¬ুর রহমানের পুত্র আশরাফ আরেফিন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সম্মুখসারীর যোদ্ধা ছিলেন এবং আহত হন। পাটকেল ঘাটার এই কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। সাতক্ষীরা আয়কর দপ্তরে কর্মরত মোহম্মদ আরিফ হোসেনের সহোদর।