শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ইবাদত বন্দিগীর মাধ্যমে পবিত্র শবেবরাত পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বছরে কয়েকটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে। পবিত্র শবেবরাত তার মধ্যে একটি বরকতময় রাত। এ রাতে মুসলিম স¤প্রদায় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া, জিকির, তাসবি, তাহলি, দুরুদ, পাশাপাশি ইসলামী গজল, নাতে রাসুল মাধ্যমে উদযাপন করেন। সারাদেশের ন্যায় সাতক্ষীরায় মুসলিম স¤প্রদায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন মসজিদে বরকতময় রাত পালন করেছেন। এরাতে নফল নামাজ, কুরআন তেলোয়াতে ব্যস্ত সময় পার করেছেন। সকলের উদ্দেশ্য একটি মহান আল­াহর কাছে পাপ থেকে মুক্তি কামনা করা। এর পূর্ব থেকে সাবানের রোজা রেখেছে অনেক ধর্ম প্রাণ মুসলমান, শবেবরাতের উপলক্ষে সাতক্ষীরা শহর সহ জেলার বিভিন্ন মসজিদে মিলাত ও দোয় অনুষ্ঠানের পালন করেছে। শবেবরাতের সৌভাগ্যময় রজনীতে মহান আল­াহর কাছে প্রিয় হওয়ার জন্য মুমিন বান্দা রাত জেগে ইবাদাত বন্দেগীর মাধ্যমে পার করেছে। অনেকে পরিবার ও আত্মীয় স্বজনের মাজার জিয়ারাত করেছেন। কবরের পার্শ্বে দাড়িয়ে নিরবে চোখের পানি ছেড়ে দিয়ে আল­াহর কাছে মৃতদের জন্য জান্নাত কামনা করেছেন। সকলের মনের উদ্দেশ্য নিজের গোনা মাফ করা। পবিত্র শবে বরাতের শিক্ষন মুসলিম উম্মাহর চলার পথ আলোকিত করুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com