স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ইসু মিয়া স্মৃতি একাডেমী কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাটে ইসু মিয়া স্মৃতি সংসদের আয়োজনে বিশিস্ট ব্যবসায়ী এম খলিলুলাহ ঝড়–র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা, খেলার মাধ্যমে মানুষের মাঝে নিজেকে অতি সহজে পরিচিত করা যায়। খেলা শরীর ও মনকে প্রফুল রাখে। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা প্রতি গুরুত্ব দিতে হবে। এরকম টুর্নামেন্ট মাঝে মাঝে অব্যাহত রাখতে হবে। তাহলে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে। সৌম্য, মোস্তাফিজ, সাবিনা সাতক্ষীরার গর্ব। টুর্নামেন্ট অব্যাহত থাকলে এ রকম খেলোয়াড় আরো তৈরি হবে। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমাউলাহ আল হাদী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, পৌর মেয়র তাছকিন আহমেদ চিশতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ। অন্যান্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকছুমুল হাকিম, সহ সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডবলু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্যোস্না আরা, নাগরিক কমিটির সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, সাংগঠনিক কামরুজ্জামান রাসেল, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তানজীম কামাল তমাল, জয়নুল আবেদীন জসী প্রমুখ। এই ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশ নেয় মুনজিত পুর ক্রিকেট একাডেমী বনাম সাতক্ষীরা ক্রিকেট একাডেমী। মুনজিত ক্রিকেট একাডেমী ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান করে। জবাবে সাতক্ষীরা ক্রিকেট একাডেমী ১০ ওভারে ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহাজান হোসেন শাহিন ও খন্দকার আরিফ হাসান প্রিন্স।