স্টাফ রিপোর্টার ঃ উৎসবমূখর পরিবেশে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকের উপস্থিতিতে সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী শিক্ষার্থীরা খেলা উপভোগ করেন ও পুরুস্কার বিতরন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন বাংলাদেশ মানেই জাতির পিতা বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধুর এগিয়ে চলা আন্দোলন সংগ্রামের প্রেরনা। তিনি শিশু শিক্ষার্থীদের কে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে অধিকতর জানার আহবান জানান, তিনি আরও বলেন তোমাদেরকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবন সম্পর্কে, আন্দোলন, সংগ্রাম সম্পর্কে জানতে হবে। বিশেষ অতিথি ছিলেন ডিজিএলজি মাশরুফা ফেরদৌস, ম্যাজিষ্ট্রেট সজিব তালুকদার, সদর থানা ওসি এম,কাইউম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, ফাইনাল খেলায় জয়লাভ করে আশাশুনির বুধহাটা পুর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই উপজেলার পূর্ব কামাল কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় আগত অতিথি ক্ষুদে খেলোয়ার, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল।