শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় একদফা দাবিতে বিএনপির পদযাত্রা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা পালন করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় শহরের আমতলা থেকে পদযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিনেরপোতা গিয়ে শেষ হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক এড সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে,অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, পৌর বিএনপি আহবায়ক শের আলী,সদর আহবায়ক এড নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিক, দেবহাটা সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী,শ্যামনগর ভারপ্রাপ্ত সাধাঃ সম্পাদক সুলাইমান কবির,কালিগঞ্জ বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম,শ্রমির দলের এককসভাপতি আব্দুস সামাদ, স্বেচ্ছাসেবক দলের সাধাঃ সম্পাদক এড কামরুজ্জামান ভূট্টো,সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা কৃষক দলের রবিউল ইসলাম,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, জাকির হোসেন,আজিজুল রহমান সেলিম, মামমুদল হক, এম এ রাজ্জাক, শাহিন,সোহেল রানা,রিপন,লুতফর রহমান,পিন্স,সবুজ,ইসমাইল হোসেন প্রমুখ। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com