আদালত প্রতিবেদক \ সাতক্ষীরায় একটি আদালতে একই দিনে ৫১ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মোঃ সালাহ উদ্দীন এসব মামলার রায় ঘোষণা করেছেন। ৫১ মামলার রায় ঘোষণায় আদালত পাড়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হলেন শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের আব্দুলাহ মোড়লের স্ত্রী সাবিনা খাতুন একই উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের আবুল গাজীর স্ত্রী হামিদা খাতুন পাটকেলঘাটা থানার আহসান নগরের মুসা শেখের ছেলে নুর ইসলাম, একই থানার কুমিরা গ্রামের ফারুবা মুন্সী, পুরাতন সাতক্ষীরা আবু শাহিন, শাহজাহান সরদার, বরিশাল জেলার মুলালী থানার আলিমাবাদ গ্রামের মোতাহার হোসেনের ছেলে সরোয়ার হোসেন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার ওয়াহেদুজ্জামান, খুলনা জেলার বটিয়াঘাটা থানা পরানপুর গ্রামের কাশেম শেখের ছেলে হাবিবুর রহমান শেখ, ইউনুস আলী, সরোয়ার, আবু সাঈদ শাহাবাজকে বিভিন্ন মেয়াদে ৬ মাস কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। যৌতুক আইনের ৩ ধারায় আসামি অহিদুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন যা ব্যতিক্রমধর্মী রায়।