স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কনস্টেবল ও নায়েকদের এক সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন সার্ভিস ট্রেনিং সেন্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরআই এসএম জাকির হোসেন সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।