স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে র্যালী আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পরিচালক মো: হাদিউজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনির হোসেন, মৎস্য ব্যবসায়ী বিশ্বজিৎ ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা মো: লুৎফর রহমান, মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান সহ মৎস্য বিভাগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর পূর্বে সদর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম।