রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় জুমার নামাজ আদায়ের মাধ্যমে মোছলেমা জামে মসজিদ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মোছলেমা জামে মসজিদের উদ্বোধন হয়েছে। গতকাল দুপুরে শহরের সুলতানপুর কাজী পাড়া পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে মোছলেমা জামে মসজিদ উদ্বোধন হয়। নামাজের পূর্বে মসজিদ নির্মানের ফজিলাত ও কুরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেন নতুন মসজিদের পেশ ইমাম হাফেজ মাও: মাহমুদুল হাসান। এছাড়া বক্তব্য রাখনে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, শহরের সুলতানপুর এলাকায় দৃষ্টিনন্দন এ মসজিদে নামাজ আদায়ের জন্য বেশ আগে থেকে মুসল­ীরা আসতে শুরু করে। জামাতের পূর্বে মসজিদ ভবন সহ পাশ্ববর্তি মাঠে মুসল­ীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। জুম্মা প্রথম দিনে অংশ নেন অতি: জেলা জজ মো: রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, জেলা আ’লীগের সহ সভাপতি শেখ সহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ তৈহিদুর রহমান ডাবলু সহ পৌর কাউন্সিলর স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকা থেকে আগত সর্ব স্তরের বিপুল সংখ্যক মুসলি­ উপস্থিত ছিলেন। জামাত শেষে সকল মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উলে­খ্য সাতক্ষীরা পৌরসভায় প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসানের মাতা মৃত মোছলেমা খাতুনের নামে মোছলেমা নামে মসজিদ নির্মান করলেন তার সন্তানেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com