স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষে আলোচনা সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। তিনি যদি বেঁচে থাকতেন এদেশ উন্নত দেশে পরিনত হত। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন সোনার বাংলা গড়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাহফুজা সুলতানা, এড. আল মাহমুদ পলাশ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান, সার্ভেয়ার হাসানুজ্জামান, অফিস সহকারী এসএম নাজমুল হোসেন, উচ্চমান সহকারী মো: শফিকুল হক, রাকেশ মলিক প্রমুখ। এছাড়া জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন। আলোচনা সভার পরে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। এর পূর্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি ওসমান গনি।