মীর আবুবকরঃ সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা বনাম দেবহাটা উপজেলা দলের মধ্যকার খেলায় মিশর, ঘানা, নাইজেরিয়া খেলোয়াড় প্রতিযোগিতা নামেন। শুরু থেকে উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। খেলা শুরুর প্রথমার্ধে ২১ মিনিটে দেবহাটা দল একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। শুরু হয় তুমুল লড়াই সাতক্ষীরা সদর উপজেলা দল গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠেন। অপরদিকে দেবহাটা দল আবার গোল দিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করে। টানটান উত্তেজনা মাধ্যমে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে শেষ সময়ে সদর উপজেলা দল একটি গোল করে দেবহাটা দলের পাল্টা জবাব দেন। উভয় দলের সমান সমান গোল হয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দেবহাটা দল ৪ টি গোল করে প্রতিবাদে সদর উপজেলা দল ৫টি গোল করে চারটি গোল করে। পছন্দের খেলোয়াড়দের আক্রমণের সাথে সাথে দর্শকদের মুহুর্মুহু করতালি ছিল বেশ আকর্ষণীয়। খেলায় খেলায় সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। এসময় তিনি বলেন, সাতক্ষীরা সকল দিক দিয়ে এগিয়ে রয়েছে। জেলার মাছ কাঁচা শাকসবজি রসালো আম বরই জেলার চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। এমনিভাবে খেলাধুলা বাংলাদেশের নামকরা খেলোয়ার জন্ম এই জেলায়। সাতক্ষীরার কাটার মাস্টার মুস্তাফিজ রহমান, সৌম্য সরকারের নাম আজ বিশ্বের বহু দেশ জানে। তারা বিশ্বের মাঝে সাতক্ষীরাকে তুলে ধরেছেন। তিনি আরো বলেন, এই জেলা শুধু ক্রিকেটে সমৃদ্ধ নয় ফুটবল ব্যাপক সুনাম রয়েছে। সাতক্ষীরার মেয়ে সাবিনা আজ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক। আমাদের ঘনঘন টুর্নামেন্ট খেলতে হবে। গ্রাম থেকে আরো অনেক ভালো মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে। সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলা দলের মধ্যকার খেলা জাঁকজমকপূর্ণ পূর্ন হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিঃ জেলা প্রশাসক সার্বিক ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক কাজী আরিফুর রহমান,অতিঃ জেলা প্রশাসক রাজস্ব মোঃ তানজিলুর রহমান, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট রেজা রাশেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হাসান, আশাশুনি উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়ানুর রহমান, সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান পিস্স, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।