স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ প্রতিবন্ধী ও তার মাতাকে পিটিয়ে জখম করেছেন প্রতিবেশীরা। অমানবিক ঘটনাটি গত মঙ্গলবার দুপুরে সদরের ভালুকা চাঁদপুর পূর্ব পাড়া এলাকায় ঘটে। সদর হাসপাতালে চিকিৎসাধীন ঐ এলাকার মৃত নুরুল হকের পুত্র আহত প্রতিবন্ধী কামরুল ইসলাম (৩০) ও তার মাতা আনিছা খাতুন। ঐ আহত প্রতিবন্ধীর দুলাভাই শহিদুল ইসলাম দৃষ্টিপাতকে জানান, ঐ দিন কামরুলদের সরিষা ক্ষেতে ৪টি ছাগল সরিষা খায়, কামরুল ছাগল গুলি নিয়ে একই এলাকার করিম সরদারের মেয়ে ফাতেমা খাতুন বাড়িতে যায়। তখন ফতেমা ও তার পুত্র রাসেল প্রতিবন্ধ কামরুলকে বাড়ির সামনে রাস্তার উপর ফেলে পর্যন্ত মারপিট করে। এমনকি তার গলা ও বুকের উপর দাড়িয়ে হত্যা চেষ্টা করে। প্রতিবন্ধী হওয়ায় সে চিৎকার করতে পারেনি। পরে তার মা আনিছা আসলে তাকেও মারপিট শুরু করে। তার হাক চিৎকার স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। বর্তমান প্রতিবন্ধী সদর হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে। মারপিটের ঘটনায় প্রতিবেশীর বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী প্রতিবন্ধীর প্রতি অমানবিক নির্যাতনের জন্য শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান দৃষ্টিপাতকে জানান অভিযোগ পেয়েছি, প্রতিবন্ধী মারপিটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।