স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দৈনিক খুলনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে আলোচনা সভায় দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা আনসার ভিডিপির সহকারী কমাডেন্ট মো: কামরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাবেক অধ্যাপক মোজাম্মেল হোসেন, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকতা একটি মহৎ পেশা। এটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজ বির্নিমানে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সকল ধরনের সংবাদ পরিবেশন করতে হবে। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তবচিত্র ফুটিয়ে তুলতে হবে। বক্তারা আরও বলেন, একটা লেখনীর দ্বারা আপনি শ্রেষ্ঠ হবেন। ভাল লেখনীর মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাংবাদিকদের সততার সাথে কাজ করতে হবে। বিজয়ের মাসে দৈনিক খুলনা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনাকারি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম, বৈশাখী টিভির সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, বাংলার দূতের সাতক্ষীরা প্রতিনিধি এড. এবিএম সেলিম, শিবপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবুল কালাম, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক খুলনা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: আবু সাঈদ।