স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র টিটিসির আয়োজনে আজ সকাল ১০টায় টিটিসির সম্মেলন কক্ষে টিটিসির অধ্যক্ষ কেএম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক বিদ্যুত কুমার মন্ডল, আব্দুল লতিফ, মো: মেহেদী হাসান, মো: সাইফুজ্জামান, সুমন চন্দ্র সরকার, মো: শাহরিয়ার মিজান, জব প্লেসমেন্ট অফিসার মো: আরিফুল ইসলাম, এসময় টিটিসির সকল প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র ইন্সট্রাক্টর মো: আনারুল ইসলাম।