স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় পণ্যবাহী ট্্রাকক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশ্বে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়েছে। এতে ঐ ট্রাকটি সামনে চাকা ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাটি গতকাল ভোর রাতে শহরের নিউমার্কেট এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, সদরের ভোমরা বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ভোর রাতে শহরের নিউমার্কেট মোড়ে পৌছালে অসবাধনতা বসত নিয়ন্ত্রন হারিয়ে একটি হোটেল কর্নারের মধ্যে ঢুকে পড়লে হোটেলের পশ্চিম অংশের ওয়াল ভেঙ্গে গাড়ীটির সামনেবর অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে বিকল হয়ে পড়ে। ট্রাকটি সম্পূর্ণ পাল্টি খেয়ে দীর্ঘঘন পড়ে ছিল। গাড়ীতে থাকা মাল গুলি সমগ্র রাস্তায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশের সহায়তায় পণ্যগুলি অন্য একটি ট্রাকে বুকিং করে। এসময় সাতক্ষীরা প্রধান সড়কে দীর্ঘ সময় জানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টায় গাড়ীটি সরিয়ে ফেলেন। দূর্ঘটনা বড় হলেও কোন মানুষের প্রাণ হানী ঘটার খবর পাওয়া যায়নি। সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।