স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার বিশুদ্ধ পানি ব্যবসায়ী স্বত্ত্বাধিকারীদের সাথে খুলনা বিএসটিআই কর্তৃপক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের কোরাইশী ফুড পার্কে খুলনা বিএসটিআই এর উপপরিচালক মো: আলাউদ্দিন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএসটিআই এর সহকারী পরিচালক গোবিন্দ কুমার ঘোষ, ফিল্ড অফিসার মাহমুদ হাসান রানা, তানভীর কবির সোহেল, বক্তারা বলেন, ভোক্তাদের নিরাপদ পানি সরবরাহ করতে হবে। সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনা করবেন। অভিযোগ ছোড়া কোন ব্যবসায়ীকে হয়রানী করা হবে না। এসময় সাতক্ষীরা সকল পানি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।