স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ফুড প্লাস রুফটপ রেস্টুরেন্ট উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের তুফান কোম্পানীর মোড় হোটেল টাইগার প্লাস এর ৭ম তলায় হোটেল টাইগার প্লাস ও ফুড প্লাসের চেয়ারম্যান মীর তাজুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে ফুড প্লাস উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউলাহ আল হাদী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সদর থানার ওসি তদন্ত মো: নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাইফুর রহমান শাহিন, সিমুন শামস, ফারহা দিবা খান সাথী, কাজী আক্তার হোসেন, তানজিম কামাল তমাল, সেলিম রেজা, খন্দকার আরিফ হাসান প্রিন্স, দোয়া পরিচালনা করেন বিসমিলাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইয়াহিয়া।