স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে অধিবেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের হল রুমে কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসুর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক কবি লেখক কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ দিলারা জামান, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সমন্বয়ক মুক্তি মতিয়া খান, সংগঠনের জেলা সভাপতি সিরাজুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, সাংস্কৃতিক কর্মী চৈতালি মুখার্জী, শেখ সিদ্দিকুর রহমান, সামছুর রহমান সম তুহিন, শুভ্র আহমেদ, কবি কিশোরী মোহন সরকার সহ জেলা সাহিত্য অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক শিমুল পারভীন।