স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বর্ডার গার্ড এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মধ্যে ঘোড়া হস্তান্তর সম্পন্ন হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় বিজিবি ক্যাম্পে মাঠে ৩৩ বিজিবি সিও লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার খুলনা লেঃ কর্ণেল মামুনুর রশীদ। তিনি উন্নত জাতের ঘোড়া হস্তান্তর কালে বলেন, বিজিবি বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালন প্রতিরোধে কঠোর নজর রেখেছে। বিশেষ করে পাচারকৃত গৃহপালিত পশু ও বন্যপ্রাণী উদ্ধারে বিজিবি ভূমিকা প্রশংসনীয়। বিজিবি ও বাংলাদেশ আনসার বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সুসম্পর্ক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিজিবি ও আনসার বাহিনী আইন-শৃঙ্খলা- নিরাপত্তা রক্ষায় বন্ধু প্রতিম হিসাবে কাজ করছে। তিনি আরো বলেন, গত ১৫ আগস্ট ২০২২ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদরের কুশখালি সীমান্তের বাঁশদহ এলাকার থেকে একটি উন্নত জাতের এরাবিয়ান ঘোড়া উদ্ধার করে। এ ঘোড়া শুধুমাত্র মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবসহ পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রজনন হয়ে থাকে। ঘোড়া তাজা ঘাস মানসম্মত খড় শস্য ছোলা সহ সম্পূরক শাক-সবজি খায়। দৌড় প্রতিযোগিতার জন্য এ জাতের ঘোড়ার বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে। উচ্চতা ও দৌড়ের দক্ষতা অনুযায়ী এর আনুমানিক মূল্য দেড় থেকে তিন কোটি টাকা। এই ঘোড়া বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় বিজিবি ঘনিষ্ঠ বন্ধু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিকট হস্তান্তর করা হচ্ছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক খুলনা শাহ্ আহমদ ফজলে রাব্বি, সাতক্ষীরা জেলা আনসার কমান্ডেন্ট মুর্শিদা খানম। এসময় বিজিবি ও আনসার বাহিনীর উদ্ধতন কর্মকর্তা বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৩৩ বিজিবি সরকারি পরিচালক মেজর মাসুদ রানা।