মীর আবু বকর \ সাতক্ষীরায় আলোচনা সভা কেককাটা বিশেষ প্রার্থনা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে ধর্মীয় প্রতিষ্ঠান গীর্জাগুলোকে রঙ্গিন সাজে সাজানো হয়েছিল। সাতক্ষীরা চালতেতলা গীর্জার প্রবেশ পথে নয়নাভিরাম সাজে গেট স্থাপন করা হয়। পুরো ক্যাথলিক চত্ত¡রে নতুন ভাবে সেজেছিল। আলোর জলকানিতে জ্বলছিল গীর্জার মধ্যে অবস্থিত ভবনগুলি। গীর্জায় বিশেষ প্রার্থনার মাধ্যমে বড় দিনের সূচনা করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। দিনভর গীর্জায় ভক্তদের আনাগুনায় মুখরিত ছিল। সন্ধ্যার পরে গীর্জা চত্বরে যুবক, যুবতী, শিশু বৃদ্ধা সহ সকল বয়সের মানুষের উপস্থিতি মিলনমেলায় রূপ নেয় খ্রিষ্টান ধর্মাবলম্বীর এ প্রধান ধর্মীয় উৎসব। বড়দিন উপলক্ষে খ্রীষ্টান স¤প্রদায়ের ধনী গরীব সকল মানুষ অন্যন্য সাজে সেজেছিল। শিশু কিশোরদের সাজ আর আনন্দের সীমানা অপরিসীম। দীর্ঘদিন পরে আত্মীয় স্বজন সহ পরিচিতদের এক সাথে পেয়ে কুশল বিনিময় সহ খোশ গল্পে মেতে যায়। খ্রীষ্টান স¤প্রদায়ের মানুষের মধ্যে একটি বিষয়ছিল বেশ লক্ষনীয় তারা আলোক দৃষ্টিতে প্রার্থনা করছে। তাদের চাওয়া ছিল সৃষ্টিকর্তা যেন যিশুর পথে আমাদের চলতে সহায়তা করেন। বড়দিন খ্রিষ্টান ধর্মের অনুসারীদের প্রধান উৎসব হলেও এখানে সকল স¤প্রদায়ের মানুষের উপস্থিত লক্ষ্য করা গেছে। গতকাল সন্ধ্যায় গীর্জা ফাদারের রুমে বড় দিনের বারতা ও কেক কেটে বড় দিন উদযাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তি, সাংবাদিক অধ্যাপক আনিছুর রহিম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমারশীল, সাতক্ষীরা ক্যাথলিক চার্চ সভাপতি জন হালদার, মানিক সরকার, নির্মল সরদার, বিজয় সরকার, তারা মনি পান্ডে, সবিতা সরকার। এসময় খ্রীস্টান স¤প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সাধারন সম্পাদক পৌল সাহা।