স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। “তামাককে নয় খাদ্য ফালান”এই প্রতিপাদকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে তামাক বিরোধী বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষন করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দুর্নীতি দমন কমিশন সজেকা উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নুর ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, পলাশপোল প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, জেলা তামাক বিরোধী কমিটির প্রতিনিধি সুশান্ত মল্লিক, দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলা কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি মুর্শিদা আক্তার, ক্যাপ্টেন ঈশা হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা প্রমুখ।