স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিশ্ব যক্ষা দিবস ২০২২ পালিত হয়েছে। “বিনিয়োগ করি যক্ষা নির্মুলে জীবন বাঁচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আলোচনা সভা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলুক চক্রবর্তী বক্ষব্যাধি চিকিৎসক ডাঃ তানভীর আহমেদ, ডিএফএম ডাঃ নিতীর্থ ঘোষ, ডিএসআই রথীন্দ্র নাথ সরকার, সহ ব্র্যাকের এরিয়া সুপার ভাইজার সোহেল রানা এসময় হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর পূর্বে সিভিল সার্জন অফিস চত্ত¡র হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সিভিল সার্জন অফিসের ভিপিও উজ্জল কুমার পাল।