স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের ব্যানারে গতকাল সাতক্ষীরা শহরে শিক্ষার্থীরা মিছিল ও সমাবেশ করেছে। শহরের নিউমার্কেট, খুলনা রোড এলাকা শিক্ষাথীদের মিছিল প্রদক্ষিন করে। হেটে ভ্যানে করে শিক্ষার্থীদের মিছিলটি খুলনা রোডে যেয়ে অবস্থান করে। এগারটার পরে শুরু হওয়া মিছিল খুলনা রোডে সমাবেশের মাধ্যমে শান্তীপূর্ণ ভাবে শেষ হয়। শিক্ষার্থীরা এসময় বৈষম্য বিরোধী ও তাদের বিভিন্ন দাবী তুলে ধরে শে−াগান ও বক্তব্য রাখে। দীর্ঘমিছিলে পুলিশ পর্যবেক্ষন ও তৎপরতা ছিল উলে−খযোগ্য। পুলিশের তৎপরতায় দৃশ্যতঃ শান্তীপূর্ণ ভাবেই মিছিল ও সমাবেশ শেষ হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উলে−খযোগ্য।