মীর আবু বকর \ সাতক্ষীরায় শিক্ষার্থীদের সততায় উদ্বুর্দ্ধ করার নিমিত্ত সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন খুলনা সজেকার আয়োজনে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা দুনীতি দমন কমিশন সজেকার উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন, সততা সকল কাজের মূল। শিক্ষা জীবন থেকেই তোমাদের সততা উপরে গড়ে উঠতে হবে। তোমরা এখন নিজেরাই সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারো। দুর্নীতি কে কোনভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। অনিয়ম হলে তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবা। আগামীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব থাকবে তোমাদের হাতে। দুর্নীতির কুফল সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নুর ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধাঃ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক রেজাউল করিম, রেবেকা সুলতানা ক্যাপ্টেন ইসা হক, প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠান শেষে সদরের ২৮টি বিদ্যালয়ে সততা স্টোরের জন্য ১০ হাজার টাকা ও জেলার ১৪ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে ১২ মাসের ১২ হাজার টাকা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় দুর্নীতি দমন কমিশন খুলনা ও সাতক্ষীরা জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা।