শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কয়রায় উৎসবমুখর পরিবেশে খুলনা-৬ মনোনয়ন পত্র জমা দিলেন নৌকার মাঝি মোঃ রশীদুজ্জামান খুলনা-১ আসনে আ’লীগের প্রার্থী ননী গোপালের মনোনয়নপত্র জমা চাপড়ায় বীর মুক্তিযোদ্ধা মান্নানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ বিভিন্ন দলের ৩৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল যুদ্ধ বিরতির মাঝেই ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তীনি নিহত প্রতাপনগরে দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক মহড়া কালিগঞ্জে নৌকার মনোনিত প্রার্থীর আগমনে উপজেলা আ“লীগের বর্ধিত সভা কালিগঞ্জ মাস ব্যাপী আয়কর তথ্য ও সেবা মাস অনুষ্ঠিত ফিংড়ীতে ৮ দলীয় গাদন দাঁড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত বন্ধকাটি মুজিবকিল্লার নতুন ভবন পরিদর্শন

সাতক্ষীরায় শিশু হত্যার দায়ে ১ জনের মৃত্যুদন্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় রিয়াদ হোসেনের অপহরণের পর হত্যার অভিযোগে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম তালা উপজেলার সুভাষিনী গ্রামের আবদুল জলিলের ছেলে। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিয়াদ হোসেন কদমতলা কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়ত। আশরাফুল ইসলাম মাঝে মাঝে জিয়াউর রহমানের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তিনি জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। পারিবারিকভাবে প্রস্তাব প্রত্যাখ্যাত হলে আশরাফুল প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজতে থাকেন। এক পর্যায় আশরাফুল ২০১৩ সালের ১২ ডিসেম্বর রিয়াদকে বেড়াতে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে ফেলে রেখে যান। পরের দিন সকালে বলাডাঙ্গা ফুটবল মাঠ থেকে রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে রিয়াদের বাবা জিয়াউর রহমান বাদী হয়ে আশরাফুল ইসলামকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে সদর থানার এসআই হুমায়ুন কবির ২০১৬ সালের ১৪ জুলাই আশরাফুল ইসলামকে আসামি করে আদালতে চার্জশিট দেন। পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন ও ১৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক গতকাল আসামি আশরাফুল ইসলামকে মৃত্যুদন্ড দেন। সাতক্ষীরা আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল লতিফ জানান, আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। উল্লেখ্য মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com