স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সাতক্ষীরার উদ্যোগে দুঃস্থ অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করেছেন। গতকাল সন্ধ্যায় শহরের খুলনা রোডমোড়স্থ ট্রাফিক অফিসের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুনাক সাতক্ষীরা সভানেত্রী ও পুলিশ সুপার পতœী মোছা: মরিয়ম খাতুন তিনি শীতবস্ত্র কম্বল বিতরন উদ্বোধন করেন। এসময় বলেন, পুলিশ নারী কল্যান সমিতি দুঃস্থ অসহায় মানুষের কল্যানে কাজ করে আসছেন। দূর্যোগকালীন সময়ে সহায়তা নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন। পুনাক সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করে। শীতবস্ত্র কম্বল বিতরন এটি চলমান প্রক্রিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান, পুনাক সাতক্ষীরা সহ-সভানেত্রী ও অতি: পুলিশ সুপার পতœী শাহানা সুলতানা, পুলিশের এসআই জিনিয়া আক্তার সহ পুনাকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।