স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার আয়োজনে গতকাল সকালে সুর্যের আলোর বানিজ্যিক কার্যালয়ের সামনে সূর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ উপস্থিত থেকে কম্বল বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন সূর্যের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক শেখ আসাদুর রহমান, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, নিজস্ব প্রতিনিধি মারুফ আহমেদ খান, শেখ সেলিম হোসেন, কালের চিত্র পত্রিকার চীফ রিপোর্টার জাহিদ হোসাইন, আজকের সাতক্ষীরার নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।