স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্টাটিকসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের অদূরে লেকভিউতে স্টাটিকসের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে পদক্ষেপ গ্রহন করেছেন তার প্রধান ক্ষেত্র হচ্ছে শিক্ষা ব্যবস্থা। স্টাটিকসের নিজস্ব আয়োজনে গরীব ও অস্বচ্ছল পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের আর্থিক সহযোগিতা ও শিক্ষা উপকরন প্রদানের ব্যবস্থা করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর আ’লীগ সভাপতি শেখ নাসিরুল হক, সাবেক অধ্যক্ষ শেখ মোকারম আলি, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডবলু, শেখ মুশতিকুর রহমান মিল্টন, অধ্যাপক এসএম রিয়াজউদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টাটিকসের সহসভাপতি শেখ সিদ্দিকুর রহমান, অধ্যাপক মোজাম্মেল হক, সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, এড. রেজওয়ান আলী, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, সালাউদ্দীন, ডাঃ অপুর্ব মজুমদার, আব্দুর রশিদ প্রমুখ।