বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ২দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ২দিন ব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪২৯ উদ্বোধন হয়েছে। “সাংস্কৃতিক মহত্ত¡ প্রকাশ পায় তার উৎসবের মাধ্যমে” এই প্রতিপাদকে সামনে নিয়ে মহান বিজয়ের মাসে সাংস্কৃতির সেতুবন্ধনে বিশ্ব মৈত্রী সাংস্কৃতি পরিষদের সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে গতকাল বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিশ্বমৈত্রী সাংস্কৃতি পরিষদের জেলা সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল­াহ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশ্বমৈত্রী সাংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারত সভাপতি স্বাতী ব্যানার্জী দাশ, সাধারন সম্পাদক আশিষ সরকার, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক শামীমা পারভীন রতœা। অনুষ্ঠানে ভারত, ঢাকা, খুলনা এবং সাতক্ষীরা দেশবরেণ্য সাংস্কৃতি কর্মীদের সমন্বয়ে একক দলগত সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এসময় সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com