স্টাফ রিপোর্টার ঃ আগামী ৩০ জুলাই সাতক্ষীরা জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষে জেলা পুলিশের সহযোগিতার আবেদন করা হয়েছে। গতকাল দুপুরে সাতক্ষীরা বারের সিনিয়র আইনজীবী এড. বাশরাতুলাহ আওরঙ্গী বাবলা নেতৃত্বে আইনজীবী প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয় প্রবেশ করেন। পরে অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খানের সাথে সাক্ষাত শেষে বাহিরে আসেন। এসময় জামাত নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি, তত্ত¡াবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী সফল করার লক্ষ্যে আগামী ৩০ জুলাই সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে জেলা পুলিশের সহযোগিতা কামনা করেছি। এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) সজিব খান দৈনিক দৃষ্টিপাতকে জানান, জামাতের নেতৃবৃন্দ আসছিল। যাচাই বাছাই করে বিষয়টি দেখা হবে। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারী এড. আজিজুর রহমান, এড. আব্দুস সোবাহান মুকুল, এড. আব্দুল আজিজ, এড. মশিউর রহমান, এড. শহিদুল ইসলাম, এড. আবু তালেব, এড. মেজবাউর রহমান, এড. ইকবাল হাসান, এড. মাহবুবুর রহমান, এড. মোহতাছিম বিলাহ প্রমুখ।