শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার পারুলিয়া সহ অন্যান্য হাটবাজারে ঈদ কেনা কাটায় ব্যাপক উপস্থিতি সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা জনদুর্ভোগ আর জনদুর্যোগের স্থলে আবারও সেই ইট সোলিং \ কিন্তু কেন? নওয়াবেঁকীতে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা নূরনগরের জাকির হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত নূরনগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় যমজ সন্তান পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পলাশপোল স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের ইফতার মাহফিল উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সুন্দরবনের গহীন থেকে এক বৃদ্ধা নারী উদ্ধার বিদেশ পাঠানোর নামে নয় যুবকের অর্ধকোটি টাকা প্রতারক চক্রের পকেটে

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ফেনসিডিল ইয়াবাসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল ৩৮ বোতল ও ৯৫০ পিস ইয়াবা মাদকদ্রব্যসহ আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, গাজিপুর, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা এবং ঝাউডাঙ্গা সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সীমান্তের গাজিপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৪/৪ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বোস্তানের ঘের নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৭ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৯৫০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/২ এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৪ এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘড়িয়া নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ৭২,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ পৃথক তিনটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩—৬ আরবি হতে আনুমানিক ২০০—৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গেড়াখালি, কুটির বাড়ি ও ছবেদার মোড় নামক স্থান হতে ১,৩২,০০০ টাকা মূল্যের ভারতীয় সাইকেল ও শাড়ি আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি আভিযানিক বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন হরিণা ব্রিজ ও ঝাউডাঙ্গা চেক পোস্ট নামক স্থান হতে ৩০,২০০ টাকার মূল্যর পাতার বিড়ি ও ভারতীয় নাইটি আটক করে। তিনি আরো বলেন, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com