স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা জাসদের কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া। তিনি বলেন, প্রতিদিন দ্রব্যমূল্যের দাম লাফিযে লাফিয়ে বাড়ছে। বাজার ব্যবস্থা মানুষের আয়ের সীমাবদ্ধতার বাইরে। ধনীরা দিন দিন আরো ধনী হচ্ছে। ছোট উদ্যোক্তারা ব্যবসার প্রসার ঘটাতে গিয়ে অর্থনৈতিক ভাবে মার খাচ্ছে। তিনি আরোও বলেন, বর্তমান দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে সত্য কিন্তু অতিরিক্ত টাকা খরচ দেখানো হচ্ছে। যে ঋনের বোঝা সাধারন মানুষের উপর প্রভাব পড়বে। বর্তমান দেশে রাজনৈতিক সংকট বিরাজ করছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে সুস্থ নির্বাচন দেখতে চাই জাসদ। অন্যান্যদের বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খোকন, সাতক্ষীরা জেলা জাসদের সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বিসিএল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহজাহান আলী সাজু, তালা উপজেলা জাসদের সভাপতি বাবু দেবাশীষ দাস, কলারোয়া উপজেলা জাসদের সভাপতি শহিদুল ইসলাম, সদর উপজেলা জাসদের সভাপতি আরশাদ আলী, পৌর শাখার জাসদের সভাপতি আশরাফ সরদার প্রমুখ। এছাড়া জাসদের জেলা, উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক দিদারুল আলম খোকন।