স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পরিষদ জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি এবং সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার দিবসের মাধ্যমে জন প্রতিনিধি ও সরকারের দপ্তরে সাথে সমর্থক সুদৃঢ় হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাজের জবাবদিহিতা বাড়বে। সরকারের উন্নয়ন কর্মকান্ড গতিশীলতা আনতে সহায়তা করবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মো: নজরুল ইসলাম, মো: আব্দুল হাকিম, সংরক্ষিত সদস্য এড. শাহাজান পারভিন মিলি, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, সহ জেলা পরিষদের সকল কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এএম খলিলুর রহমান।