সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

সাতক্ষীরা জেলা পরিষদে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পরিষদের আলোচনা সভা দোয়া অনুষ্ঠান শ্রদ্ধা নিবেদন, দুঃস্থদের মাঝে খাবার বিতরন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। আমাদের লাল সবুজের পতাকা, স্বাধীন ভাবে কথা বলার অধিকার বঙ্গবন্ধুর জন্য সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু চেয়েছিল একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কিন্তু স্বাধীনতা বিরোধী ঘাতকরা ষড়যন্ত্র করে এই দিনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বাঙালী জাতির ইতিহাসে এটি জঘন্যতম দিন। তিনি আমাদের মাঝে নাই কিন্তু তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে রোল মডেল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, পরিষদের সদস্য আমজাদ হোসেন, মাফুজা রুবী, এড. শাহানাজ পারভিন মিলি, শিল্পী রানী, আ’লীগ নেতা আহম তারেক উদ্দিন, কাজী আক্তার হোসেন, আব্দুর রশিদ, লায়লা পারভীন সেজুতি, সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, সভা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করেন। এর পূর্বে জেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com