শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নূরনগরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত তালায় অভ্যুত্থানের পূর্বের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দেবহাটায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় মেধাবীতে অংশ গ্রহন পারুলিয়ায় জেলা প্রশাসক ॥ মাঝ পারুলিয়াকে আদর্শ গ্রাম ঘোষনা লক্ষ টাকার ৮ দলীয় নলতা ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় মহিষকুড় সূর্য্য সৈনিক ক্লাব চ্যাম্পিয়ন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বাঁশদহা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে বললেন খুলনায় পুলিশ কমিশনার

সাতক্ষীরা জেলা পুলিশের ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা পুলিশ লাইনস্ মাঠে ইফতার মাহফিলে দাওয়াতী মেহমানদের অভ্যর্থনা জানান ও কুশল বিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপি এম (বার)। ইফতার মাহফিলে অতিথিদের আসন গ্রহনে সহযোগিতা করেন অতি: পুলিশ সুপার সজিব খান, সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সদর ওসি মোহাম্মদ গোলাম কবির সহ অপরাপর পুলিশ কর্মকর্তারা। পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য আয়োজনে নয়নাভিরাম সুশৃংখল পরিবেশে আসন গ্রহন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইফতার মাহফিলে সংসদ সদস্য বিজ্ঞ বিচারক জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়। অতিথিবৃন্দ ও একে অপরের সার্বিক খোজ খবর নেন। ইফতারের পূর্বে অতিথিদের উদ্যোগে স্বাগত বক্তব্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বলেন মহান স্বাধীনতা যুদ্ধে পুলিশ প্রথম অংশ গ্রহন করেছিল। পুলিশ দেশে সকল ক্লান্তি কালে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ২০১৩-২০১৪ সালে দেশ জুড়ে যখন জামাত শিবির তান্ডব চালিয়ে ছিল তখন পুলিশ নিজেদের জীবন বাজি রেখে দেশের জনগনের জানমাল রক্ষার্থে সচেষ্ট ছিল। পুলিশ কঠোর হস্তে তাদের দমন করে। তিনি আরো বলেন, দুই এক জন কর্মকর্তার সমস্যা থাকতে পারে তবে তাদের জন্য সংশ্লিস্ট বিভাগের উপর প্রভাব পড়তে পারে না। চলার পথে ভুল থাকবে এটা স্বাভাবিক। তবে পুলিশের সামান্য ভুলের চেয়ে সফলতা অনেক বেশি। জঙ্গীবাদ, মাদক নির্মূল, নাশকতা, সন্ত্রাস বাদ, দমনে পুলিশের ভূমিকা অপরিসীম। মহামারী করোনার প্রভাবে সকল আচার অনুষ্ঠান বন্ধ ছিল। প্রতিকুল আবহাওয়া সৃষ্টি হওয়ায় পূর্বের ন্যায় আচার অনুষ্ঠান পালন করা সম্ভব হচ্ছে। ইফতার মাহফিলে আগত অতিথিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ুন কবির, লেঃ কর্ণেল আল মাহমুদ, সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়াত। জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম, ভোরের পাতার সম্পাদক ডঃ কাজী এরতেজা হাসান, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল­াহ আল হাদী, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, মেডিকেল কলেজের তত্ত¡াবধায়ক ডা: কুদরতি খোদা, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, ডা: আজিজুর রহমান, সাধারন সম্পাদক ডা: মনোয়ার হোসেন, কালের চিত্র সম্পাদক আবু আহমেদ, দক্ষিনের মশালের সম্পাদক আশেক ইলাহী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন প্রমুখ। এসময় সকল উপজেলা চেয়ারম্যান, সকল সরকারী দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com