স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পুলিশের প্যারেড গ্রাউন্ডে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় পুলিশ লাইন্সে পুলিশ প্যারেড গ্রাউন্ডে অতিরিক্ত পুলিশ সুপার মো: সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিথি হিসাবে উপস্থিত থেকে মহড়া উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়ারহাউজ ইন্সপেক্টর মো: নুরুল ইসলাম প্রমুখ। এছাড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। মহড়ায় কৃত্রিম অগ্নিকান্ড সৃষ্টি করে পুলিশ সদস্যদেরকে আগুন নিয়ন্ত্রনের কৌশল এবং আকস্মিক অগ্নিকান্ডে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে শেখানো হয়।