স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা পৌরসভা বনাম দেবহাটা উপজেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পৌরসভা কে হারিয়ে দেবহাটা উপজেলা দল ২ গোলে জয়লাভ করে। দলের পক্ষে এতেংগা ২টা গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাবিজ। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা তিন আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ আফম রুহুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফুটবল টুর্নামেন্ট আহবায়ক কাজী আরিফুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু। এছাড়া পৌরসভার কাউন্সিলর বৃন্দ, জেলা ক্রীড়াসংস্থা ও ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।