স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শিল্প কলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, জেলা আ’লীগের সহসভাপতি শেখ সাঈদ উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা সমাজসেবা উপ পরিচালক সুশান্ত বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারন সম্পাদক সুমন হোসেন, এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।