বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরা জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসকের বাংলো ইফতার মাহফিলে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় ও অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। ইফতার মাহফিলে অংশ গ্রহনকারী অতিথিদের আসন গ্রহনে সহযোগিতা করেন জেলা প্রশাসনের অপরাপর কর্মকর্তা বৃন্দ। ইফতারের পূর্বে স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মহামারী করোনার প্রভাবে গত দুই বছর ইফতার আয়োজন সম্ভব হয়নি। এবার মুক্ত বাতাসে দীর্ঘদিন পরে ইফতার মাহফিলে সমবেত হয়েছি। মাহে রমজানের সঠিক শিক্ষা গ্রহন করে কার্যক্রম পরিচালনা করতে হবে। জেলা প্রশাসনের দাওয়াতে অংশ গ্রহনকারী সকল অতিথিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অত্যান্ত সুন্দর ও মনোরম পরিবেশে সুশৃংখল ভাবে নিজ আসন গ্রহন করেন অতিথি বৃন্দ। ইফতার মাহফিলে সংসদ সদস্য, বিচারক বৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে মিলনমেলা পরিনত হয়। দীর্ঘ দিন পর এক হতে পেরে আনন্দ প্রতিছবি ফুটে উঠে। প্রশাসনের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অপরাপরদের ও কুশল বিনিময় করতে দেখা যায়। ইফতারের পূর্বে দেশ ও জাতির উন্নয়ন সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অংশ নেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য ডাঃ আফম রুহুল হক, সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল­াহ, সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস, বিজিবি সিও লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল­াহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা মেডিকেল তত্ত¡াবধায়ক ডাঃ কুদরত এ খুদা, বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, অতি: পুলিশ সুপার সজীব খান, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল­াহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলো নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বিশিষ্ট ব্যবসায়ী খলিলুল­াহ ঝড়– সহ জজশীপের বিজ্ঞ বিচারক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com