স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের লেকভিউতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান ও কুশল বিনিময় করেন জেলা বিএমএ সভাপতি ডা: আজিজুর রহমান ও সাধারন সম্পাদক ডা: মনোয়ার হোসেন। অতিথিরা একে একে সুশৃংখল ভাবে আসন গ্রহন করে। দীর্ঘদিন পরে ইফতার মাহফিলে উপস্থিতির মাধ্যমে লেকভিউ চত্বর চিকিৎসকদের মিলন মেলায় পরিনত হয়। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএমএর সভাপতি ডা: আজিজুর রহমান। তিনি বলেন, মহামারী করোনা কালে চিকিৎসকরা জীবনের ঝুকি নিয়ে সেবা প্রদান করেছেন। অনেক চিকিৎসককে করোনা ভয়াল থাবায় জীবন দিতে হয়েছে। মহামারী করোনা কালীন সময়ে রোগীর চিকিৎসা প্রদানের জন্য চিকিৎসক একত্রিত হতে পারিনি। বর্তমানে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় ইফতার মাহফিলের মাধ্যমে একত্রিত হয়েছি। তিনি ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়াত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুস, মেডিকেল কলেজের তত্ত¡াবধায়ক ডা: শেখ কুদরত-ই-খুদা, সাবেক সিভিল সার্জন ডা: এবাদুলাহ, জেলা বিএমএর যুগ্ম সম্পাদক ডা: মো: শামছুর রহমান। এসময় জেলার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের সকল চিকিৎসক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি তত্ত¡াবধায়ন করেন বিএমএর সাধারন সম্পাদক ডা: মো: মনোয়ার হোসেন।