শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরায় ব্যাপক উহসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আ’লীগের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি তহমিনা রহিমে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার বারবার নির্বাচিত সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর খুনীদের বিচার ও মহান স্বাধীনতা বিরোধী দোষর রাজাকারদের বিচার এ বাংলার মাটিতে করে জাতিতে কলঙ্কিতমুক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। অনেক ভূমিদস্যু সন্ত্রাসী যারা দলের ভাল চায়না তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দলের ক্ষতি করছে ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই নারীদের সুসংগঠিত হতে হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, শ্রমিক নেতা বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক সালেহা ইসলাম ও চন্দনা রানী টুকু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি হালিমা খাতুন, ঝর্ণা রানী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, মমতাজ বেগম মীরা, রুমা রানী বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহফুজা রুবি, সোনিয়া পারভীন শাপলা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দীকা, শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর রাবেয়া পারভীন, কোষাধ্যক্ষ হেলেনা পারভীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিনা সুলতানা সুমি, সদস্য রেবেকা পারভীন রিক্তা, মনোয়ারা খাতুন, রোকেয়া খাতুন, ফাহিমা আক্তার, জেবুন্নেছা, মাহমুদা বেগম, নাসিমা পারভীন, সুফিয়া বেগম, মমতাজ বেগম, নাইমা সুলতানা সোনালী প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ও ৭ উপজেলার মহিলা আওয়ামী লীগের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com