শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

সাতক্ষীরা পৌর মেয়রের সাথে জেলা নাগরিকর অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা পৌরসভার ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, কর বিল, পানির বিল, ওয়ারেশকাম, জন্ম নিবন্ধন সনদ সহ নাগরিকদের সকল সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা পৌর মেয়র, প্রধান নির্বাহীর সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে জেলা নাগরিক অধিকার উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের নেতৃত্বে নাগরিক কমিটির প্রতিনিধি দল পৌর মেয়র তাছকিন আহমেদ ও প্রধান নির্বাহী নাজিমদ্দিনের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। এসময় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, পৌরসভার নাগরিক বৃন্দ মৌলিক অধিকার, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যুর সনদ, নাগরিক সনদ, ওয়ারেশকায়েম সনদ গ্রহন করতে চাইলে তাদের কাছে ট্রেড লাইসেন্স, পৌর কর, পানির বিল, সহ বিভিন্ন প্রয়োজনীয় তথ্য দেখতে চাওয়া হচ্ছে। এতে নাগরিকদের সেবা না পেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয় বিভিন্ন কর আদায়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে রীতিমত হুমকি দেওয়া হচ্ছে। এমনকি পৌরসভা বিভিন্ন এলাকায় সঠিক ভাবে পানি সরবরাহ না করে জোর করে বিল আদায়ের চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। এ সকল ঘটনা সম্পর্কে জানতে চাইলে পৌর মেয়র সকল বিভাগের কর্মকর্তাদের কাছে জানতে চান বিষয়টি এবং বলেন সরকারি দাবিযোগ্য সকল কর অর্থ সময়মত পরিশোধ করার চেষ্টা করতে হবে। জনগন যাতে নাগরিক সেবা গ্রহন করতে দুর্ভোগ না পায় সেদিকে লক্ষ্য রেখে বাড়ি বাড়ি গিয়ে সহজে কোন জোর জবরদস্তি ছাড়াই এ সকল বিল আদায় করতে হবে। পৌর নাগরিকদের সেবা নিশ্চিত করার দায়িত্ব পৌরসভার। এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, আশরাফুল করিম ধনি, সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, অর্থ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, কামরুজ্জামান রাসেল, অধ্যক্ষ রেজাউল ইসলাম, ফারহা দিবা খান সাথী, আমিরুজ্জামান মুকুল, আশরাফউদ্দিন, শফিকুল ইসলাম, আমিনুর ইসলাম খোকন, শিলা সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com