রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন আদালত থেকে স্থগিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে বিজ্ঞ আদালত। গতকাল দুপুরে সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ মোঃ নাসির উদ্দীন ফরাজী এ আদেশ প্রদান করেন। গত ২১শে জানুযারী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজি নাসির উদ্দীন, সাংবাদিক জিএম ওমর ফারুক, সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপুকে প্রেসক্লাবের সাধারন সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সিদ্ধান্তের আলোকে প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন উলে­খিত তিনজনকে সদস্য পদ প্রদানের বিষয়টি নিশ্চিত করে পত্র প্রেরন করেন তাং-২১/০১/২০২২। কিন্তু চুড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম অর্ন্তভূক্ত না করেই নির্বাচনের সিডিউল ঘোষনা করলে তারা ক্ষুদ্ধ হয়ে আদালতের আশ্রয় গ্রহন করেন। মামলার বিবরন সূত্রে জানাগেছে, সাতক্ষীরা প্রেসক্লাবের ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্ত করনের জন্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাসির উদ্দীন, জিএম ওমর ফারুক, সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু গত ১৭ই এপ্রিল সদর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত গতকাল উভয় পক্ষের যুক্তিতর্কের শ্রবন করেন। পরে আগামী ২৪শে এপ্রিল শুনানী দিন ধার্য্য করত ২৬শে এপ্রিল পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত করেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এড. মোকলেছুর রহমান শেলু এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এড. কুন্ডু তপন কুমার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com