মীর আবু বকর \ সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টাপ্যাথলজি ল্যাব উদ্বোধন হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের আয়োজনে গতকাল সকাল ১০ টায় কলেজের এক্সাম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ রুহুল কুদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও সামেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টাপ্যাথলজি ল্যাব উদ্বোধনের মাধ্যমে নতুন অধ্যায় পদার্পণ করলো। এটি জেলা বাসীর জন্য অতিব গুরুত্বপূর্ণ। এই রিপোর্টের জন্য চিকিৎসা প্রদানের দুর্ভোগ পাওয়াতে হতো। শুধু তাই নয় ঢাকা ছাড়া এই রিপোর্ট প্রদান সম্ভব হতো না। এখন থেকে অতি অল্প খরচে স্বল্প সময়ের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল থেকে রিপোর্ট প্রদান করা হবে। এখান থেকে ক্যান্সার আক্রান্ত রোগী রা ভালো মানের রিপোর্ট পাবে। সাতক্ষীরার সকল নাগরিকের জন্য অবশ্যই প্রয়োজন বহন করবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটি পর্যায়ক্রমে একটি বৃহত্তর হাসপাতালে পরিণত হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের (ভারপ্রাপ্ত) পরিচালক ডাঃ কাজী আরিফ আহমেদ, স্বাচিব ও বিএমএ সাধাঃ সম্পাদক ক্যান্সার সার্জন ডাঃ মনোয়ার হোসেন, ডাঃ শঙ্কর প্রসাদ বিশ্বাস, ডাঃ অভিজিত গুহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ গাজী নাসির উদ্দিন, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ প্রবীর কুমার দাস, ডাঃ আবু সাঈদ শুভ, ডাঃ সুমন কুমার দাস, ডাঃ নাজমুস সাকিব, ডাঃ রহিমা খাতুন, ডাঃ কামিজ ফাতেমা, সাতক্ষীরা মেডিকেল কলেজের আরএমও ডাঃ আল মারুফ হিস্টোপ্যাথলজি ডাঃ শাহারিয়ার মামুন, ডাঃ প্রভাষক সাদিক। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক সহ কলেজের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ সুতপা চ্যাটাজী ও ডাঃ আলমগীর হোসেন।