মীর আবুবকর ঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির শপথ বাক্য পাঠ করান। এসময় তিনি বলেন, আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তবে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে। সততা নিষ্ঠার সাথে কাজ করলে কোন বাধা আসবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে একে একে শপথ পাঠ করেন, কাশিমাড়ী ইউনিয়নে চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, নূরনগর ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বখতিয়ার আহমেদ, রমজাননগর ইউনিয়নে চেয়ারম্যান শেখ আল মামুন, মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, পদ্মপুকুর ইউনিয়নে চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান জি এম, মাসুদুল আলম। তবে কৈখালী ইউনিয়নে চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জেলহাজতে থাকায় শপথ গ্রহণ করতে পারেনি। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস,শ্যামনগর সহকারী কমিশনার (ভুমি), মোহাম্মদ শহীদুলাহ,সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উলেখ্য শ্যামনগর উপজেলার প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত ৮ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শপথ পাঠ করেন।